Title
কলমুডাঙ্গা কেন্দীয় জামে মসজিদ
History
<p>সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদটি ১৯৬১ স্থাপিত হয় । উক্ত সমজিদে এক সঙ্গে এক হাজার পাঁচশত মুসল্লি নামাজ আদায় করতে পারে । এই মসজিদে সুন্দর পরিবেশে অজুকরার ব্যবস্থা রয়েছে। দূরদূরান্তের হতে আগত মুসাফিরদের জন্য রাত্রি যাপন এর সুব্যবস্থা রয়েছে এবং সেখানে তাবলিগ জামাতের মুসাফিরদের থাকাও খাবারের ব্যাস্থা রয়েছে। পাতাড়ী ইউনিয়নের মধ্যে এটিই সবথেকে বড় এবং পুরাতন মসজিদ।</p>